দীপিকা পাড়ুকোনের আসন্ন ছবি ‘এএ২২ x এ৬’ নিয়ে ভক্তদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। দীপিকার জন্মদিনে তার প্রথম লুক প্রকাশের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে সেদিন প্রযোজনা সংস্থার প্রকাশিত পোস্ট ঘিরে তৈরি হয় বিভ্রান্তি।
সোমবার (৫ জানুয়ারি) দীপিকা পাড়ুকোন ৪০ বছরে পা দেন। এ উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা সান পিকচার্স দীপিকার যোদ্ধাবেশে একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
ছবিতে দেখা যায়, দীপিকা সামুরাই যোদ্ধাবেশে দু হাতে তলোয়ার নিয়ে রুদ্র রূপে দাঁড়িয়ে আছে। ছবির পেছনের সূর্য ও পাথুরে প্রাকৃতিক দৃশ্য পুরো পোস্টারে দিয়েছে এক ভিন্ন অ্যাকশনধর্মী আবহ।
তবে এই পোস্টার আদৌ অফিসিয়াল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কারণ পরিচালক অ্যাটলি বা অভিনেতা আল্লু অর্জুনও এই পোস্টগুলো শেয়ার করেনি বা কোনো সিনেমার নাম উল্লেখ করেনি। ফলে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে এগুলো কি সত্যিই ছবির প্রথম লুক নাকি শুধু ভক্তদের তৈরি পোস্টার?
ভক্তদের একাংশের দাবি, ছবিটি আসলে ২০২৫ সালের মে মাসে ‘মেরি ক্ল্যারি’ ম্যাগাজিনের জন্য করা এক ফটোশুট থেকে নেয়া। অনেকে সামুরাই লুক নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লেখেন, ‘সামুরাই লুক?’ আবার কেউ সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এটা এআই দিয়ে তৈরি মনে হচ্ছে।’
‘এএ২২ x এ৬’ নামের এই সিনেমার বাজেট প্রায় ৮০০ কোটি রুপি। ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি এই ছবিটি পরিচালনা করছেন। জানা গেছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রযোজনা করছে তামিলের প্রভাবশালী সংস্থা সান পিকচার্স। আর সেই প্রযোজনা সংস্থার লোগো দেয়া একটি পেজ থেকেই নাকি ফাঁস হয়েছে দীপিকার লুক।
অতীত ও বর্তমান- দুই সময়কাল মিলে তৈরি হবে এই মহাকাব্যিক আখ্যান। কাল্পনিক জগতের আবরণে ছবিতে থাকবে একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে বড় চমক দিতে চলেছেন আল্লু অর্জুন। আর সেই গল্পে দীপিকার চরিত্রকেও যে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তা নিয়ে সন্দেহ নেই।