‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি

শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।। নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমাটি শিক্ষাবিদ-সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে। অভিনয় করেছেন পরীমণি ও সিয়াম আহমেদ।

২৫ অক্টোবর মুক্তি পেয়েছিলো সিনেমার প্রথম গান। এবার জানা গেলো সিনেমাটি মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি উপলক্ষে ২০ ডিসেম্বর রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সিনেমার পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, পরীমণি, সিয়ামসহ সিনেমার কলাকুশলীরা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + ten =