আঁখি আলমগীরের জন্মদিন আজ

দেশের সঙ্গীতাঙ্গনের এক আলোচিত নাম আঁখি আলমগীর। স্টেজ শো’তে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি। মঙ্গলবার (০৭ জানুয়ারি) এই গায়িকার জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমন্ডলে। তার পিতা বাংলাদেশের নন্দিত অভিনেতা আলমগীর এবং মাতা গীতিকার খোশনূর আলমগীর।

এবারের জন্মদিনে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হতে যাচ্ছেন আঁখি আলমগীর। সেটি হচ্ছে- নতুন মৌলিক গান আসছে তার কণ্ঠে। শিরোনাম ‘জানের জান’। গানটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন পুণম মিত্র।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হিরা। এতে মডেল হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী ও শিশির সরদার।

জানা গেছে, আঁখি আলমগীরের জন্মদিন ও নতুন গান প্রকাশ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেন। সেখানেই ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

উল্লেখ, আলমগীরই বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী যিনি অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ছোট বেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। আর বড় হয়ে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করার জন্য পুরস্কৃত হয়েছেন।

দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় প্রথম ১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ সিনেমায় প্লেব্যাক করেন আঁখি আলমগীর। এরপর বিভিন্ন সিনেমার গানের পাশাপাশি একক অ্যালবাম করার বিষয়ে মনোযোগী হন। তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 9 =