আঁচল আঁখির ‘রাগী’ মুক্তি পেল ২৮ প্রেক্ষাগৃহে

দেশের মোট ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত এবং আবির চৌধুরী, আঁচল আঁখি, মৌমিতা মৌ ও মুনমুন অভিনীত চলচ্চিত্র ‘রাগী’। এ ছবির মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরলেন আঁচল আঁখি ও মুনমুন। দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান চিত্রনায়িকা আঁচল।

মুক্তির প্রথম দিনেই ‘রাগী’ সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা রাজধানীর বেশ কিছু প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সাথে সিনেমা উপভোগ করেন। বিকাল ৩টায় রাজধানীর মৌমিতা সিনেমা হলে সাংবাদিকদের মুখোমুখি হয় টিম-রাগী। এ সময় সিনেমাটির পোস্টার নকলের বিষয়ে প্রশ্ন করা হলে পরিচালক মিজানুর রহমান মিজান বলেন—‘পোস্টার বিতর্ক সিনেমা প্রচারের একটি অংশ।’

পুরো সিনেমা না দেখে মন্তব্য না করার অনুরোধ জানিয়ে এ পরিচালক বলেন, ‘পুরো সিনেমা না দেখে কেউ কোনো মন্তব্য করুক সেটা কাম্য নয়। আপনারা প্রথমে পুরো সিনেমাটি দেখুন তারপর মন্তব্য করুন, এটি কপি নাকি আমাদের সিনেমা।’

দর্শক প্রতিক্রিয়া প্রত্যাশা করে মিজান বলেন, ‘আপনাদের জন্যই সিনেমাটি তৈরি করেছি। আপনারা দেখে মন্তব্য জানাবেন। আপনারা বলবেন আমি কতটুকু গল্পটাকে পর্দা ফুটিয়ে তুলতে পেরেছি।’

এই সিনেমায় মুনমুনকে প্রথমবারের মতো খল চরিত্রে দেখা যাবে। নতুন লুক সম্পর্কে মুনমুন বলেন, ‘নতুন লুকে দর্শকের সামনে হাজির হচ্ছি। এর আগে কখনো খল চরিত্রে অভিনয় করিনি। গল্পটা পড়ে ভালো লেগেছে তাই অভিনয় করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’

চিত্রনায়ক আবির বলেন, ‘দর্শক যদি আমাদের সিনেমা দেখে তবে তাদের অন্য দেশের সিনেমার দিকে তাকাতে হবে না। সে চাহিদা আমরা পূরণ করতে পারব। আশা করি ছবিটি সবাই হলে এসে দেখবেন।’

ছবিটিতে আরো অভিনয় করেছেন সনি রহমান, শাকিল আহমেদ, মারুফ, আর এফ রোমিও, লায়ন, ব্রুসলি, তনু পান্ডে, তুহিন চৌধুরী, জিয়া তালুকদার, অন্তরা প্রমুখ। জাকিরা খাতুন জয়া প্রযোজিত ‘রাগী’ ছবির সংগীত পরিচালনা করেছেন আহাম্মেদ হুমায়ুন। এতে গান করেছেন ইমরান, কনা, শাওন গানওয়ালা ও কর্ণিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + eleven =