আঁচল ‘প্রেমের প্রাসাদ’ মিউজিক ভিডিওতে

এবার ‘প্রেমের প্রাসাদ’ নামে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গী হয়েছেন অমি। বর্তমান সময়ের চিত্রনায়িকা আঁচল আঁখি। চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করছেন তিনি।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। গানটির কথা লিখেছেন সৈয়দ অমি ও মাসুদ আহমেদ। সুর ও কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি নিজেই। ডান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন মো. মনজুর আহমেদ। ১ জানুয়ারি সান প্রোডাকশন হাউজের ব্যানারে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।

আঁচল বলেন, ‘‘মিউজিক ভিডিওতে খুব বেশি কাজ করা হয়নি। ‘প্রেমের প্রসাদ’ গানটি আমার বেশ ভালো লেগেছে। ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি দর্শকদের ভালো লাগবে।’’

২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে অমির সঙ্গে আঁচলের পরিচয়। এরপর থেকে ব্যক্তিগত এবং কাজের সম্পর্ক গভীর হয়।  এ জুটি বিয়ের পরিকল্পনা করেছেন বলেও জানা যায়।

‘ভুল’ সিনেমা দিয়ে ২০১১ সালে শোবিজে যাত্রা হয় আঁচলের। জুটি বেঁধেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গেও। সর্বশেষ মিজানুর রহমান মিজানের ‘রাগী’ এবং ফরিদুল হাসানের ‘করপোরেট’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + fifteen =