আইসিইউতে হাসান আরিফের হার্ট অ্যাটাক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হাসান আরিফ। তার শারীরিক অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সবার কাছে দোয়া চেয়েছেন হাসান আরিফের জন্য। তিনি ফেসবুকে লিখেছেন, ‘হাসান আরিফ ভালো নেই। আজ সকালে আইসিইউতে তার হার্ট অ্যাটাক হয়েছে। প্রার্থনা তার আরোগ্যের জন্য।’

জানা গেছে, বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন হাসান আরিফ।গত ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পর দিন হাসান আরিফকে আইসিইউতে নেওয়া হয়।হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 5 =