আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ফেসবুকের কভার ফটোতে এখন শোভা পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছবি।বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ রানে জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক  টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের ছবিটি নিজেদের কভার ফটোতে আপলোড করেছে আইসিসি। গতকাল রাতে ছবিটি আপলোড করে আইসিসি। ছবিটির কোন ক্যাপশন ছিলো না।

আজ সকালে নিজেদের টাইমলাইনে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের আরও একটি ছবি আপলোড করেছে আইসিসি। সেই ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘যেকোন ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের এবং হোয়াইটওয়াশও করেছে।’

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + eleven =