স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ৯ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল সরকারের কাছ থেকে পাকিস্তান সফরে অনুমতি না পাওয়ায় টিম ইন্ডিয়া তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। হাইব্রিড মডেলের অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে কিছু ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবা-রাত্রির।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি :
গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান
গ্রুপ পর্ব :
১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান-নিউজিল্যান্ড, ভেন্যু- করাচি (দুপুর-৩টা)
২০ ফেব্রুয়ারি : বাংলাদেশ-ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর-৩টা)
২১ ফেব্রুয়ারি : আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান (দুপুর-৩টা)
২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান (দুপুর-৩টা)
২৩ ফেব্রুয়ারি : পাকিস্তান-ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর-৩টা)
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান (দুপুর-৩টা)
২৫ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান (দুপুর-৩টা)
২৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান-ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান (দুপুর-৩টা)
২৭ ফেব্রুয়ারি : পাকিস্তান-বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান (দুপুর-৩টা)
২৮ ফেব্রুয়ারি : আফগানিস্তান-অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান (দুপুর-৩টা)
১ মার্চ : দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, করাচি, পাকিস্তান (দুপুর-৩টা)
২ মার্চ : নিউজিল্যান্ড-ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর-৩টা)
সেমিফাইনাল :
৪ মার্চ : প্রথম সেমিফাইনাল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর-৩টা)
৫ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান (দুপুর-৩টা)
ফাইনাল :
৯ মার্চ : ফাইনাল (দুপুর-৩টা)