আগস্টেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম জুলাই মাসের মতো আগস্টেও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রতি লিটার ডিজেল ১০২, কেরোসিন ১১৪, অকটেন ১২২ এবং পেট্রোল কেনা যাবে ১১৮ টাকায়।

শুক্রবার (১ আগস্ট) থেকেই নতুন এ দর কার্যকর হবে বলে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক অফিস আদেশ জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এর আগে জুন মাসের জন্য গরিবের জ্বালানি হিসেবে পরিচিত কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়িয়ে ১১৪,  ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১০২ এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করে সরকার।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনো কোনো মাসে বেড়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × three =