ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম জুলাই মাসের মতো আগস্টেও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রতি লিটার ডিজেল ১০২, কেরোসিন ১১৪, অকটেন ১২২ এবং পেট্রোল কেনা যাবে ১১৮ টাকায়।
শুক্রবার (১ আগস্ট) থেকেই নতুন এ দর কার্যকর হবে বলে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক অফিস আদেশ জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এর আগে জুন মাসের জন্য গরিবের জ্বালানি হিসেবে পরিচিত কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়িয়ে ১১৪, ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১০২ এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করে সরকার।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনো কোনো মাসে বেড়েছে।