আগামীকাল আসছে আভরাল ও শাম্মীর ‘তুমি আমার কে’

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে ওঠা শিল্পীদের মধ্যে আভরাল সাহি অন্যতম। গান নিয়েই তাঁর ধ্যানজ্ঞান। অন্যদিকে, শাম্মী বাবলী রবীন্দ্রভারতী ও শান্তিনিকেতন থেকে সংগীতে নিয়েছেন উচ্চশিক্ষা। এবার তাঁরা দুজনে মিলে গাইলেন নতুন গান ‘তুমি আমার কে’। কাব্যময় কথামালায় গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহি।

এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে, বানিয়েছেন মাহিন আওলাদ। ভিডিওতে মডেল হয়েছেন আভরাল সাহি ও জেবা জান্নাত। আগামীকাল সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে তুমি আমার কে গানটি।

নির্মাতা মাহিন বলেন, ‘মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। একটি দৃষ্টিনন্দন ভিডিও বানাতে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমরা। এই সময়ে যে ধরনের মিউজিক ভিডিও দেখা যায়, চেষ্টা করেছি সেই ট্রেন্ড থেকে বেরিয়ে ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও নির্মাণের। দীর্ঘ বিরতি কাটিয়ে সুলতান এন্টারটেইনমেন্ট নতুন করে গান তৈরি করছে। তারাও বলেছে, মানের বেলায় যেন কোনো রকম আপস করা না হয়। আমি চেষ্টা করেছি। কতটা ভালো করলাম সেটা দর্শক বলবেন।’

সুরকার ও গায়ক আভরাল বলেন, ‘‌এটি একটি রোমান্টিক গান। গানের রেকর্ডিং থেকে শুরু করে মিউজিক ভিডিও বানানো পর্যন্ত প্রতিটি কাজেই আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ভালো করার। গানের কথা আর সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক দিনের পরিকল্পনায় দারুণ একটি ভিডিও বানিয়েছেন মাহিন ভাই। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =