আগামী কাল শুরু হবে গুরুত্বপূর্ণ সিডনি টেস্ট

সালেক সুফী

বর্ডার – গাভাস্কার চলতি টেস্ট সিরিজের ৫ম এবং শেষ টেস্ট ম্যাচ আগামী কাল শুরু হবে ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) তে। পার্থ, এডিলেড, ব্রিসবেন এবং মেলবোর্ন টেস্ট শেষে অস্ট্রেলিয়া ২-১ এগিয়ে আছে। শেষ টেস্ট পরাজয় এড়াতে পারলেই অস্ট্রেলিয়া সিরিজ জয় করার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বের ফাইনাল নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে ভারতের কাছে জয় ছাড়া বিকল্প নেই। টেস্ট জয় করে ২-২ সমতায় সিরিজ শেষ করলে বর্ডার -গাভাস্কার ট্রফি ভারতের কাছে থেকে যাবে। অস্ট্রেলিয়া শ্রীলংকা সফরে দুই টেস্ট হেরে গেলে ভারতের আইসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে চলতি সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। কাল পাকিস্তান – দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে।

ভারত কিন্তু পার্থ টেস্টে বিস্ময়কর ভাবে বড় ব্যাবধানে জয় ছাড়া বাকি ৩ টেস্টের দুটি হেরেছে, ব্রিসবেন টেস্টেও বৃষ্টি ওদের হারাতে সহায়তা করেছে। জাসপ্রিত বুমরাহ নেতৃত্বের ভারতের বোলিং ইউনিট দলকে প্রতিদ্বন্দ্বিতায় রাখলেও ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার তুখোড় বোলিং ফিল্ডিংয়ের মোকাবিলায় বার্থ হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা এবং কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলী তাদের বিশ্বমানের দক্ষতা প্রদর্শনে দারুন বার্থ হয়েছে। মারকুটে ব্যাটসম্যান ঋষভ প্যান্ট গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সিরিজের মাঝপথে দলের গুরুত্বপূর্ণ চৌকষ খেলোয়াড় রবিচন্দ্র অশ্বিনের অবসর ঘোষণা দলের মনোবলে চির ধরিয়েছে বলে মনে করার কারণ আছে। এমসিজিতে বক্সিং ডে টেস্টে অন্যতম সফল ব্যাটসম্যান শুভমান গিলকে বিশ্রাম দেয়া সঠিক হয়নি। এখন বিপর্যস্ত অবস্থায় ভারতকে হয়ত অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ প্যান্টকে বিশ্রাম দেয়ার মত সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সিরিজে যশোভি জয়সোয়াল এবং নীতিশ কুমার রেড্ডি দারুন ব্যাটিং করছে। দলের টপ অর্ডারে কে এল রাহুল ভালো খেলেছে। কিন্তু দ্রুত গতির বাউন্সি উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা নিদারুণভাবে ফুটে উঠেছে। সিরিজে রোহিত, বিরাট এবং প্যান্ট প্রতিটি ইনিংসে প্রায় একই ভাবে আউট হয়েছে। সিডনি টেস্টে রোহিত এবং বিরাট আবারো ব্যর্থ হলে হয়তো লাল বল ক্রিকেটে ওদের অবসর নেওয়ার দাবি জোরেসরে উচ্চারিত হতে পারে। ঐতিহ্য গত ভাবে এসসিজি স্পিন সহায়ক হয়ে থাকে। অনেকেই এই উইকেটে রবিচন্দ্র অশ্বিন এবং রাভিন্দ্রা জাদেজার যুগল বোলিং মিস করবে। ভারত হয়তো তিন পেসার দুই স্পিনার নিয়ে দল সাজাবে। সেই ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে পর্যাপ্ত বোলিং সুযোগ দিতে হবে।

আমার বিশ্লেষণে ভারত দল হতে পারে যশোভি জয়সোয়াল, শুভমান গিল, কে এল্ রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরা, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজ। সেই ক্ষেত্রে রাহুলকে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে হবে। অস্ট্রেলিয়ার কিন্তু ব্যাটিং নিয়ে সমস্যা আছে। টপ অর্ডারে উসমান খোয়াজা কিন্তু স্ট্রাগেল করছে। এমসিজিতে অভিষিক্ত স্যাম কনস্টাস সিরিজ ডিফাইনিং ইনিংস খেললেও এখনো ওর প্রমান করার অনেক কিছুই আছে। কিন্তু স্বস্তির কারণ হলো দলের দুই ব্যাটিং স্তম্ভ মারনাস লেবুচাঙ এবং স্টিভ স্মিথ দারুন ফর্মে আছে। ট্রাভিস হেড এমসিজিতে ব্যর্থ হলেও বাকি টেস্ট গুলোতে ভালো ব্যাটিং করেছে। সমস্যা ছিল মিচেল মার্শকে নিয়ে।অস্ট্রেলিয়া সিডনিতে ফর্মে থাকা  বিউ ওয়েবস্টারকে  অভিষেক করানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়েবস্টার গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে চৌকষ ভূমিকায় ভালো খেলছে। জানা গেছে মিচেল স্টার্ক ম্যাচ ফিট আছে।

অস্ট্রেলিয়া: উসমান খাজা, স্যাম কনস্টেস, মার্নাস লেবুচাঙ, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, আলেক্স ক্যারি, পাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং স্কট বোলান্ড।

এসসিজিতে মাঠে মূল আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবে বাংলাদেশের আইসিসি এলিট প্যানেলে থাকা শরফদুল্লাহ সৈকত। এমসিজিতে সৈকতের কয়েকটি সাহসী সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × one =