আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ডলি জহুর

২৬ বছর পূর্ণ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ প্রচারিত হবে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৩’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে রাত ৭.৩৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

ওই অনুষ্ঠানে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ২ জন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

গণমাধ্যমে অবদানের জন্য মুস্তাফা মনোয়ার এবং অভিনয়ে অবদানের জন্য ডলি জহুরকে এই সম্মাননা প্রদান করা হবে।

জানা যায়, এই দুই গুণীজনের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া এটিএন বাংলার বিভিন্ন বিভাগ ও শাখার কর্মীদের তাদের কাজের অবদান স্বরূপ পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদানের মাঝে এটিএন বাংলা পরিবারের সদস্যদের পরিবেশনায় থাকবে নাচ ও গান।

ভাবনা আহমেদ ও অর্পা আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ, ফয়সাল মাহমুদ ও মোশতাক হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 8 =