আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে আজীবন সম্মাননা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেন্ডুলকারকে কর্ণেল সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ৩১তম ক্রিকেটার হিসেবে আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার। খবর বাসস।

ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই।

১৬ বছর বয়সে ১৯৮৯ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে ২শ’টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডান-হাতি ব্যাটার।

টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ ও রানের বিশ্ব রেকর্ডের মালিক টেন্ডুলকার। টেস্টে ১৫,৯২১ ও ওয়ানডেতে ১৮,৪২৬ রান করেছেন তিনি। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে ১শ’ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার।

২০০৬ সালে জোহানেসবার্গে ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টিতে ১০ রান করেন টেন্ডুলকার।

গেল বছরে আইসিসি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন পেসার জসপ্রিত বুমরাহ। গত জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন বুমরাহ। ৮ ম্যাচে ৪.১৭ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অবদান ছিলো বুমরাহ’র। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ হারলেও সেরা খেলোয়াড় হন বুমরাহ। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার জিতেছেন বুমরাহ।

গত বছর বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হন স্মৃতি মান্ধানা। তিন ফরম্যাটে ভারতের সেরা ব্যাটার ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে চেন্নাইয়ে ১৪৯ রানের ইনিংস খেলেন তিনি। এরপর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ইনিংসে- ১১৭, ১৩৬ ও ৯০ রান করেন মান্ধানা। নারী ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা।

বিশেষ পুরস্কার পেয়েছেন সাবেক স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ২০১১ সালে অভিষেকের পর ভারতের স্পিন বিভাগের প্রধান অস্ত্র হয়ে গিয়েছিলেন তিনি। ১২ বছর টেস্ট ফরম্যাটে দাপট দেখিয়েছেন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকার করায় বিশেষ পুরস্কার দেওয়া হয় অশ্বিনকে। গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 12 =