আজ আনোয়ার হোসেনের জন্মদিন 

বাংলা চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেনের জন্মদিন শনিবার (৬ নভেম্বর)। এ অভিনেতা বর্তমানে প্রয়াত। আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আনোয়ার হোসেন ১৯৫৮ সালে নির্মিত ‘তোমার আমার’ চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে শুরু করেন। ঢাকার চলচ্চিত্রের এই প্রাণ-পুরুষ পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।

আনোয়ার হোসেন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘কাঁচের দেয়াল’, ‘বন্ধন’,‘জীবন থেকে নেয়া’, ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’, ‘রংবাজ’, ‘ধীরে বহে মেঘনা’, ‘রুপালী সৈকতে’, ‘নয়নমণি’, ‘নাগর দোলা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সূর্য সংগ্রাম’, ‘সূর্যস্নান’, ‘লাঠিয়াল’, ‘জোয়ার এলো’, ‘নাচঘর’, ‘দুই দিগন্ত’, ‘পালঙ্ক’, ‘অপরাজেয়’, ‘পরশমণি’, ‘শহীদ তিতুমীর’, ‘ঈশা খাঁ’, ‘অরুণ বরুণ কিরণমালা’  প্রভৃতি।

আনোয়ার হোসেন ১৯৭৫ সালে প্রথম প্রবর্তন ও প্রদানকৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’তে সহ-অভিনেতা হিসেবে পুরস্কার পান ১৯৭৮ সালে। ২০১০ সালে প্রদানকৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ আজীবন সম্মাননায় ভুষিত হন তিনি।

বাংলানিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 5 =