আজ আহসান নাসিমের জন্মদিন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের। যদিও ইদানিং বেছে বেছে অভিনয় করছেন নাসিম। আজ (৩১ অক্টোবর) তার জন্মদিন।প্রতিঘন্টা ডটকম-এর পরিবারের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা।

জন্মদিনে আহসান হাবিব নাসিম বলেন, আজকালকার জন্মদিন ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ রাত ১২টা বাজতেই মোবাইল, ফেসবুকে শুভেচ্ছা আসতে থাকে। জীবনটাকে বেশ আনন্দময় লাগে।তিনি আরও বলেন,‘জন্মদিনে আমার নিজের জন্য কিছুই চাওয়ার নেই। শুধু মহান আল্লাহর কাছে এটাই চাইবো যে, তিনি যেন আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।প্রতিটি জন্মদিনেই পরিবার দিনটিকে বিশেষভাবে পালন করে।এবারও তার ব্যাতিক্রম হয়নি।

উল্লেখ্য,আহসান হাবিব নাসিম। তিনি ৩১ অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহন করেন। বাবা মরহুম আব্দুল হামিদ ও মা মনোয়ারা বেগম। তারা পাঁচ ভাইবোন। তিনি বিবাহিত জীবনে তরা স্ত্রীর নাম আমেনা হাবীব রিমা। তার দুই মেয়ে ও এক ছেলে। তারা হলেন অর্চি, অর্পি, অমিও। তিনি অভিনয়ের বাইরে কলেজের শিক্ষগতা করেছেন। তবে এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন। স্কুল জীবনে তিনি মাধ্যমিক পাশ করেন আটঘরিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাবনা অ্যাডোট কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে সমাজ বিজ্ঞানের উপর গ্র্যাজুয়েশন শেষ করেন। বর্তমানে বসবাস করছেন বনানী।বর্তমানে তিনি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =