আজ ও কাল রাহুল আনন্দের ‘‌মেড ইন বাংলাদেশ’

একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন সংগীতশিল্পী রাহুল আনন্দ। তার সঙ্গে আছেন একজন বেলজিয়ান শিল্পী। বেলজিয়ামের ম্যাক্স ভ্যান্ডারভর্স্ট ও বাংলাদেশের রাহুল আনন্দ যৌথভাবে মেড ইন বাংলাদেশ শিরোনামে একটি মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার প্রকল্পে কাজ করছেন।৷ এ প্রকল্পে তারা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও সাইকেলের অংশগুলো ব্যবহার করবেন। প্রকল্পটি বাস্তবে পরিণত করার জন্য তারা গত এক সপ্তাহ ধরে আলিয়ঁস ফ্রঁসেজ প্রাঙ্গণে একসঙ্গে কাজ করছেন। এ আয়োজনে ১ ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশী ও বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।

প্রকল্পটি বাংলাদেশের ইউ প্রতিনিধি দল ও ইউনিক ক্লাস্টারের (আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস) অংশ। এটি সুয়েজ ইন্টারন্যাশনাল ও আইএম এক্সপোর্ট লিমিটেড দ্বারা স্পন্সর করা হয়েছে।

ম্যাক্স ভ্যান্ডজাভর্স্ট একজন সুরকার ও বাদ্যযন্ত্রের উদ্ভাবক। ১৯৮৮ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের সামগ্রীকে উপকরণ হিসেবে ব্যবহার করে যেসব যন্ত্র তৈরি করেছেন, সেগুলো প্রদর্শনের জন্য বেশ কয়েকটি প্রদর্শনী করেছেন। ‘‌Symphony for Abandoned Objects’, ‘Concerto for Two Bicycles’, ‘The Man from Spa’, ‘The Paper Orchestra’—এসব প্রদর্শনী বাংলাদেশসহ বিভিন্ন দেশে বহুবার প্রদর্শিত হয়েছে।

অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭টায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডিতে ও আগামীকাল একই সময় বারিধারা, মাদানী এভিনিউয়ের ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 3 =