আজ গীতিকার প্রদীপ সাহার জন্মদিন

প্রদীপ কুমার সাহার জন্ম ০১ জুন, ১৯৬৮ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।  তিনি গীতিকার এবং অডিও অ্যালবাম প্রযোজক। ১৯৯৯ সালে তিনি একজন গীতিকার হিসেবে কর্মজীবন শুরু করেন। এ পর্যন্ত প্রদীপ সাহা অডিও ও চলচ্চিত্রের জন্য ৫৫০০ এরও বেশি গান লিখেছেন।

আশা ভোঁসলে, উদিত নারায়ণ, সোনু নিগম, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কবিতা কৃষ্ণমূর্তি, আসিফ আকবর, অ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বাস, কানকচাঁপা, নেহা কাক্কর, সোলস, হাসান, বাপ্পা মজুমদার, শাকিলা জাফর, মমতাজ, ন্যান্সি, কোনাল, ইমরান এবং আরো অনেক শিল্পীরা প্রদীপ সাহার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। আসিফ আকবারের বেশিরভাগ গানই তার লেখা।

প্রদীপ সাহার জনপ্রিয় গানগুলো হচ্ছে: ও প্রিয়া তুমি কোথায়, ও পাষাাণী, একাকী গভীর রাতে, সজনি, বাঁচবোনা, কাল সারারাট, নতুন করে বাসবো ভালো, টিপ টিপ বৃষ্টি, আওলা প্রেমের বাউলা বাতাস , খুঁজি তোরে, বলো না একবার ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =