আজ চিত্রনায়ক আলমগীরের জন্মদিন

আজ চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। আজ তিনি ৭৩ বছর পূর্ণ করতে যাচ্ছেন। আলমগীরের জন্ম ১৯৫০ সালের ৩ এপ্রিল। তিনি বেড়ে উঠেছেন তেজগাঁও এলাকায়। কলেজ জীবনে নাটকে অভিনয়ের মধ্যদিয়ে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালের ২৪ জুন বরেণ্য পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমায় মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এ সিনেমা মুক্তির আগেই আলমগীর সিরাজুল ইসলামের ‘দস্যুরানী’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ সিনেমার কাজ শুরু করেন। সেই থেকে আজ অবধি ২২৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তার প্রথম প্রযোজিত সিনেমা ‘ঝুমকা’। পরিচালক হিসেবে তার সর্বশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’। একসময় রাজধানীর গ্রীনরোডে একটি স্কুলে সৈয়দ আব্দুল হাদীর কাছে গানও শিখেছিলেন তিনি। মোস্তফা মেহমুদের ‘মনিহার’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা সত্য সাহার সুর সঙ্গীতে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে আরো আটবার এই পুরস্কার লাভ করেন। তিনি আজীবন সম্মাননাও লাভ করেছেন। আলমগীরের সহধর্মিনী উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। জন্মদিনে আলমগীরকে শুভেচ্ছা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + twenty =