আজ অভিনেতা ডি এ তায়েবের জন্মদিন

আজ ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের জন্মদিন। জন্মদিনটি তিনি তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে পালন করবেন। তারাই মূলত তার এ জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছেন। ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে জন্মদিন উদযাপন করা হবে।

ডি এ তায়েব বলেন, প্রত্যেক মানুষের জীবনে জন্মদিন একটি বিশেষ দিন। আমি আল্লাহ এবং আমার বাবা-মা, স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্য ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে জীবনের এ পর্যন্ত আসতে সহায়তা করেছেন। আর কৃতজ্ঞ দর্শকদের কাছে, যারা আমাকে তাদের অফুরন্ত ভালবাসা দিয়ে একজন অভিনেতা হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছেন। জন্মদিনে তাদের ভালবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবার কাছে দোয়া চাই যেন, সুস্থ্যভাবে সাফল্যের পথে আরও এগিয়ে যেতে পারি।

ডি এ তায়েব অভিনয়ের পাশাপাশি পুলিশের একজন উর্ধ্বতনকর্মকর্তা হিসেবে নিয়েজিত আছেন। পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার পাশাপাশি তিনি নিজেকে সংস্কৃতি অঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সকলের কাছে তিনি একজন বিনয়ী এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। মিডিয়ায় দুঃস্থ শিল্পীদের পাশে তিনি নীরবে দাঁড়ান। তাদের সহায়তায় সবসময় সাধ্যমতো এগিয়ে আসেন। তিনি শুধু একজন অভিনেতা নন, একজন নাট্যকার এবং নির্মাতাও। তার লেখা ও নির্মিত অনেক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।

নাটকের পাশাপশি তিনি এখন চলচ্চিত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার বহুল আলোচিত সিনেমা সোনাবন্ধু দিয়ে ইতোমধ্যে দর্শক হৃদয় জয় করেছেন। অচিরেই মুক্তি পাবে তার নতুন সিনেমা অন্ধকার জগত। এ সিনেমায় দর্শক তাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখতে পাবেন। আজ তার জন্মদিনে এস জি প্রোডাকশনের ব্যানারে আরও তিনটি সিনেমার মহরত হবে। সিনেমা তিনটি হচ্ছে মা-মাটি, জঙ্গি এবং মা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 5 =