আজ জোভানের জন্মদিন

ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। সবার প্রিয় এ মডেল ও অভিনেতার জন্মদিন আজ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই তারকার যাবতীয় ব্যস্ততা অভিনয়কে ঘিরে।

জন্মদিনকে ঘিরে গতকাল রাত থেকেই সহকর্মী, শুভাকাঙ্খীসহ ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। প্রত্যেকে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

সারাবছরই শুটিং নিয়ে ব্যস্ত থাকেন জোভান। ব্যস্ততা এতটাই যে- দম ফেলার সুযোগ হয়না। বিশেষ দিবস বা ঈদ এলে সেই ব্যস্ততা আরও বেড়ে যায়। গত ঈদে তার বেশকয়েকটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশকিছু নাটকে ভালো সাড়া পড়েছে, প্রশংসিতও হয়েছেন তিনি।

বর্তমানে বেশ কিছু নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন জোভান। তার অভিনীত বেশ কয়েকটি সিরিয়াল প্রচার হচ্ছে নানা টিভি চ্যানেলে। পাশাপাশি তিনি কাজ করছেন দেশের বিভিন্ন বড় সব বিপণন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে। জোভানের অভিনীত প্রায় কাজই দর্শক সমাদৃত। আজ জন্মদিনে ছুটিতে আছেন তিনি।

নিজের জন্মদিন নিয়ে জোভান বলেন, ‘বছরের ৩৬৫ দিনের মধ্যে একটা দিন একটু বেশিই স্পেশাল থাকে। আজকের দিনটা আমার জন্য স্পেশাল। এই দিনেই পৃথিবীর আলো দেখেছিলাম। সাধারণ ভাবে কাটাতে চাইলেও কীভাবে যেনো দিনটা স্পেশাল হয়ে যায়।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 3 =