আজ টিএসসিতে উন্মুক্ত কনসার্ট

রাজধানীর জনপ্রিয় এলাকা টিএসসি। প্রায় প্রতিদিনই সেখানে থাকে নানা রকম সাংস্কৃতিক আয়োজন। ‌‘গো ভোট ফর ঢাকা’ শিরোনামে আজ অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। এর আয়োজন করেছে ক্যাপ। দেশের জনপ্রিয় চার ব্যান্ড নিয়ে আয়োজিত এ কনসার্টটি শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। চলবে রাত ১০টা পর্যন্ত।

কনসার্টের প্রধান আকর্ষণ দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক। এমন একটি আয়োজনে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত তারা। ব্যান্ডের ড্রামার জিমি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ বছর আমরা বেশকিছু কনসার্টে অংশগ্রহণ করেছি। তার মধ্যে ইউরোপ ট্যুরও ছিল। তবে দেশের মাটিতে কনসার্ট করা সব সময়ই আমাদের জন্য আনন্দের। যদি হয় উন্মুক্ত কনসার্ট তাহলে তো কথাই নেই। এমনই একটি আয়োজনে আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা উপস্থিত থাকব। সঙ্গে থাকবে দেশের জনপ্রিয় আরও তিনটি ব্যান্ড। জমজমাট এক কনসার্ট হবে আশা করি।’

গো ভোট ফর ঢাকা কনসার্টের কারণে ইতোমধ্যে টিএসসি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সোসাইটির সভাপতি শিবলী হাসান জয় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘উন্মুক্ত কনসার্টে সব সময় সাধারণ মানুষের ভিড় বেশি হয়। এ ছাড়া ছুটির দিনে শহরের এমন জনপ্রিয় একটি স্থানে কনসার্ট আয়োজন করা হয়েছে, যেখানে এমন সময় অনেক জনসমাগম থাকে। তাই কনসার্ট কেন্দ্র করে যেন কোনো আপত্তিকর ঘটনা না ঘটে তা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ভলান্টিয়াররা ইতোমধ্যে সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ শুরু করেছেন। সঙ্গে পুলিশ-প্রশাসনও থাকবে।’

কনসার্টে আর্ক ছাড়া আরও পারফর্ম করবে আফটারম্যাথ, আপেক্ষিক ও এসেইস। সবাই দীর্ঘ সময় ধরে নিজেদের গানে পারফর্ম করবে।

প্রসঙ্গত, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিশাল এক কনসার্টের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একই মঞ্চে ২ নভেম্বর নগরবাউল জেমসের সঙ্গে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ব্যান্ড চন্দ্রবিন্দু ও ফসিলসের গাওয়ার সব ব্যবস্থা সম্পন্ন করে তারা। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে কনসার্টটি স্থগিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + ten =