আজ ডাম্বুলায় বাংলাদেশের বাঁচা মরার লড়াই

চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা তিন ম্যাচ টি ২০ সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায়। ক্যান্ডির পালাকেলিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে বাংলাদেশ ০-১ পিছিয়ে আছে। আজ হেরে গেলেই সিরিজ হেরে যাবে বাংলাদেশ সেই ক্ষেত্রে আরো একটি সিরিজ ধবল ধোলাইয়ের পথ প্রসস্থ হবে। দুই দলের পারস্পরিক শক্তি সামর্থের বিবেচনায় বাংলাদেশ আজ চমক সৃষ্টি করে পাশার দান উল্টে দিবে এমন স্বপ্ন হয়তো বাংলাদেশের কট্টর সমর্থকরাও দেখেনা। দুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা লংকান ব্যাটসম্যানদের কিভাবে নিয়ন্ত্রনে রাখা যাবে সেটি বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। পাশাপাশি সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ বিহীন বাংলাদেশ ব্যাটিং ১৭০-১৮০ রান তাড়া করে ম্যাচ জিতবে এটি ভাবতেও ভরসা পাচ্ছি না। কিন্তু তবুও টি ২০ ক্রিকেট যখন জুয়াখেলা তাই সামর্থের সবটুকু দিয়ে লড়াই করতেই হবে।

কোন বিবেচনায় প্রথম ম্যাচে ৪ জন ওপেনিং ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ সেটি টিম ম্যানেজমেন্ট জানে। শেখ মোহাম্মদ নাঈমকে মিডল অর্ডারে ৪ নম্বরে খেলিয়ে কি ফায়েদা পেলো বাংলাদেশ। আমি লিটন এবং তাওহীদ হৃদয়ের অপটিচূড এবং এপ্লিকেশন নিয়ে হতাশ। কোন বিবেচনায় লিটনকে টি ২০ অধিনায়ক করা হয়েছে বোধগম্য নয়। আজ লিটন খেলে আবারো ব্যার্থ হলে তার ক্রিকেট ক্যারিয়ারে ছেদ পরে যেতে পারে। সুস্থ থাকলে জাকের আলীকে আজ খেলাতেই হবে। সেই ক্ষেত্রে তাকে উইকেট রক্ষকের বাড়তি ভূমিকাও সামাল দিতে হবে। শ্রীলঙ্কা দলের টপ এবং মিডল অর্ডারে অনেক ডান হাতি ব্যাটসম্যান। ওদের বিরুদ্ধে মুস্তাফিজ আর নাসুম আহমেদকে প্রথম ম্যাচে একাদশে না রাখা ছিল কৌশলগত ভুল। বেধড়ক মার খেয়েছে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কার কাছে বাংলাদেশের পেস আক্রমণ। আজ বাংলাদেশের বোলিং আক্রমণে পরিবর্তন এনে পরিস্থিতি সামাল দিতে হবে।

দলের ব্যাটিং দেখলে মনে হয় দলটি ট্রমাটাইজড। কিন্তু কেন? কেন স্বাভাবিক ছন্দে খেলতে পারছে না বাংলাদেশ ব্যাটসম্যানরা। কেন টপ অর্ডারে ভালো শুরু করেও পারভেজ ইমন আর তানজিদ তামিম ইনিংস টেনে নিতে পারছে না। টপ এবং মিডল অর্ডার ভালো অবস্থায় নিয়ে গেলে জাকের আলী, শামীম হোসেন, রিশাদ লেট অর্ডারে দলের স্কোর ১৭০-১৮০ নিয়ে যেতে পারবে। তাহলেই বাংলাদেশ লড়াই করতে পারবে। একটি জয় বাংলাদেশকে বদলে দিতে পারে। নিরাশার বালুচরে দাঁড়িয়ে আশার প্রদীপ জ্বালিয়ে অপেক্ষায় থাকবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + fifteen =