মা-বাবার কাছে তৌহিদা শ্রাবণ্য হলেন সুপারওম্যান! তাদের মেয়ে চাইলে নাকি সবই করতে পারেন! ‘চাইলে সব করতে পারি’ কথাটা তিনি বিশ্বাস করেন। ছোটবেলা থেকে সেটা করে দেখানোরও চেষ্টা করেছেন। ক্লাসের ফার্স্ট গার্ল হওয়া থেকে শুরু করে নাচ-গান, আবৃত্তি এবং বিতর্ক সবকিছুতেই অংশগ্রহণ করে ভালো করার চেষ্টা থাকতো তার। যেটা করার সিদ্ধান্ত নেন তা করতেই হবে তার, করেনও।
শ্রাবণ্যর ছোটবেলা কেটেছে কুড়িগ্রামে। এখানে তার নানা বাড়ি, দাদা বাড়িও। এখানকার আকাশ, বাতাস, পথ-ঘাট, পথের দুই ধারের কৃষ্ণচূড়া গাছ সবকিছু তার কাছে খুব চেনা, খুব আপন। এখানকার প্রতিটা কোণ চষে বেড়িয়েছেন তিনি। ‘সেভেন স্টার নামে আমরা সাত বান্ধবী ছিলাম। সবাই ছিলাম দুষ্টের সেরা। এটা আমার শৈশবের বড় একটি অংশ। ’
উপস্থাপনায় শ্রাবণ্যর পথচলা শুরু চ্যানেল২৪-এর ‘লাইফস্টাইল ২৪’ অনুষ্ঠানের মাধ্যমে। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলোই তার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছেন। এর সুবাদে তিনি ডাক পেয়ে যান শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘ট্রাভেলার্স স্টোরি’র (চ্যানেল নাইন) জন্য।
চ্যানেল২৪-এর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘আমাকে সবাই অনেক সহায়তা করেছেন। তাদের মধ্যে শাপলা ভাইয়ের কথা না বললেই নয়। তার জন্যই মূলত উপস্থাপক হতে পেরেছি। এখনও তার পরামর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি সবসময় বলেন, নিজের ওপর আস্থা রাখো, মেধার পুরস্কার মিলবেই। ’