আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ

মৎস্য সম্পদ সুরক্ষা ও বংশবিস্তারের লক্ষ্যে আজ শনিবার থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করলো সরকার।  মৎস্য অধিদপ্তরের উপ প্রধান (সামুদ্রিক শাখা) মুহাম্মদ তানভীর হোসেন চৌধুরী জানান, সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে টানা ২৩ জুলাই পর্যন্ত। সরকারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলে পল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সভা ও মাইকিং করে জেলেদের সচেতন করেছে। সাগর ও মোহনা থেকে জেলেরা তীরে ফিরে এসেছেন বলে জানান মৎস্য কর্মকর্তা তানভীর। ২০১৪ সাল থেকে একটা মৌসুমে সাগরে মাছ ধরা বন্ধ রাখার এই কার্যক্রম চলছে।

গত ১১ই মে সচিবালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, সামুদ্রিক মাছের প্রধান প্রজননকালে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ রাখার উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করে মৎস্য সম্পদ বৃদ্ধি করা। এই সময়ে সব বাণিজ্যিক মৎস্য ট্রলারের সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে। স্থানীয় প্রশাসন, নৌ বাহিনী, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী মাছ ধরা বন্ধ রাখার কাজে সহায়তা করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − fourteen =