আজ দেবাশীষ বিশ্বাসের জন্মদিন

একুশে টেলিভিশনের ‘পথের প্যাঁচালী’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পান উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস।  উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেলেও দেবাশীষ এখন চলচ্চিত্র নির্মাতা হিসেবে অধিক পরিচিত।

আজ দেবাশীষের জন্মদিন। ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। নন্দিত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাস। ২০০২ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। তখনকার তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূরের ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল।

এরপর বেশ লম্বা বিরতি নেন তিনি। ২০১৩ সালে বানান নিজের দ্বিতীয় ছবি ‘শুভ বিবাহ’। ছবিটি তেমন ব্যবসায়িক সাফল্য না পেলেও আলোচনায় আসেন দেবাশীষ বিশ্বাস। দুই নবাগত আরিফিন শুভ ও আইরিনকে নিয়ে নির্মাণ করেন তৃতীয় ছবি ‘ভালোবাসা জিন্দাবাদ’।

পরবর্তীতে নির্মাণ করেন চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ দীর্ঘ ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করেন।  ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =