সালেক সুফী
আজ দক্ষিণ গোলার্ধের দুটি শহর নিউ জিল্যান্ডের হ্যামিলটন আর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট। হ্যামিলটন টেষ্টে নিউজিলান্ড খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিন টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে স্বাগতিক দল ধবল ধোলাইয়ের আশংখায়। কি বিচিত্র টেস্ট ক্রিকেট। কিছুদিন আগেই সফরে নিউজিলণ্ড শক্তিশালী ভারতকে পর পর তিন টেস্ট হারিয়ে ধবল ধোলাই করেছিল। সম্ভাবনা সৃষ্টি হয়েছিল নিউজিলান্ডের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল .কিন্তু ইংল্যান্ড দুটি টেস্ট হারিয়ে দেয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটেছে। আজ থেকে শুরু হওয়া টেস্ট স্বাগতিক দলের ধবল ধোলাই এড়নোর সংগ্রাম। আরো একটি বিশেষ কারণে টেস্ট ম্যাচটি গুরুত্বপূর্ণ। নিজের শহরে প্রিয় মাঠে শেষ টেস্ট খেলবে কিংবদন্তি পেস বলার টিম সউদি। কিউইসরা টিমকে বীরোচিত বিদায় সম্ভাষণ জানাবে।
ব্রিসবেনের ঐতিহাসিক উলন গ্যাবায় সম্ভবত শেষ বারের মত হতে চলেছে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ক্রিকেট। এই মাঠটি ২০৩১ অলিম্পিক অনুষ্ঠানের জন্য পুনরায় নির্মাণ করা হবে. আজ শুরু হচ্ছে ভারত -অস্ট্রেলিয়া বর্ডার -গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। পার্থ টেস্ট হারার পর এডিলেইড টেস্ট অস্ট্রেলিয়া জিতে সিরিজ ১-১ সমতা এনেছে। আজ শুরু দুই দলের মরণপণ যুদ্ধ। জয়ী দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পথে এগিয়ে যাবে। বর্তমানে পয়েন্টস তালিকায় সবার উপরে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া এবং ভারত আছে দুই আর তিন নম্বরে। আমাদের শহরে খেলা। কাল দ্বিতীয় দিন আমরা যাবো খেলা দেখতে। আকাশ মেঘে চেয়ে আছে. উইকেট সবুজ ঘাসে ঢাকা। টস জয়ী দল হয়তো বোলিং নিয়ে প্রতিদ্বন্দ্বী দলকে বিপদে ফেলবে। আমি দুটি ম্যাচ নিয়ে আমার কলামে লিখবো। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে বসে দেখার আনন্দ ভিন্ন ধরণের।