আজ সঙ্গীতশিল্পী লুইপার জন্মদিন

আজ এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা’র জন্মদিন। জন্মদিন নিয়ে তার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তার পরিবার এবং শুভাকাক্সক্ষীদের নিয়েই জন্মদিন পালন করবেন। লুইপা বলেণ, আমার এবারের জন্মদিন উপলক্ষ্যে বগুড়া থেকে আমার মা ও খালা চলে এসেছেন। পরিকল্পনা আছে দিনটি ঢাকার বাইরেই কাটাবো। যথারীতি আমার স্বামী আলমগীর হোসেন এবং আমার একমাত্র কন্যা পায়রা থাকবে। জন্মদিনের রাতে ইচ্ছে আছে গান বাংলা পরিবারের সাথে সময় কাটাতে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। উল্লেখ্য, এই প্রজন্মের শিল্পীদের মধ্যে স্টেজ শো’তে সবচেয়ে বেশি ব্যস্ত লুইপা। প্রায় প্রতি সপ্তাহেই তাকে স্টেজ শোতে গাইতে হয়। এছাড়া নতুন গান প্রকাশের ক্ষেত্রেও সময় দিতে হচ্ছে। তার মিষ্টি কণ্ঠের গান শ্রোতারা দারুণ পছন্দ করেন। আধুনিক গানে তার সর্বশেষ জনপ্রিয় গান হচ্ছে ‘রঙ্গিলা হাওয়া’। গানটি লিখেছেন এ মিজান। সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। এছাড়াও ‘নাচ ময়ূরী নাচ’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।

লুইপা অল্প সময়ে যে তারকাখ্যাতি পেয়েছেন সেটাকে সবার ভালোবাসা হিসেবেই ধরে নেন তিনি। একেবারেই ছোট্টবেলায় যার কোলে চড়ে লুইপা গানে গানে বড় হয়েছেন তিনি প্রয়াত আব্দুল মজিদ। পরবর্তীতে ওস্তাদ এস এম বেলাল হোসেন, মো: রেজওয়ানুল ইসলামের কাছে গান শিখেছেন। তবে বগুড়া থেকে ঢাকায় এসে লুইপাকে যিনি আঁকড়ে ধরে রেখেছেন তিনি প্রিয়াংকা গোপ। লুইপার কন্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ নজরুল সংগীত ‘আমার আপনার চেয়ে আপন যে’জন’, ‘জেন্টলম্যান’, ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে’, ‘আমার চোখের জলের মাঝে’, ‘অপরূপ বাংলাদেশ’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + 17 =