আটকে পড়া রুশ খনি শ্রমিকদের ‘অবস্থা কঠিন’: গভর্নর

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনিতে আটকে পড়া ১৩ জনকে উদ্ধারে নিয়েজিত উদ্ধারকারীরা ‘কঠিন’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। পাথর ধসে খনি শ্রমিকদের ঢেকে ফেলার দুই দিন পর বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়।

সোমবার সুদূর পূর্ব আমুর অঞ্চলের পাইওনিয়ার খনিতে ধসের ঘটনা ঘটে, যা রাশিয়ার অন্যতম স্বর্ণের খনি, মাটির ১২৫ মিটার (৪০০ ফুটের বেশি) নিচে খনি শ্রমিকরা আটকা পড়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করার পর আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ এক বিবৃতিতে বলেছেন, ‘পরিস্থিতি কঠিন।’

স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ২২০ উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অরলভ বলেছেন, কুসবাস খনি অঞ্চল থেকে বুধবার অভিজ্ঞ উদ্ধারকারীদের একটি নতুন দল আসার কথা রয়েছে।

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, খনি শ্রমিকদের মুক্ত করার জন্য উদ্ধারকারীরা একটি গর্ত খনন শুরু করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘খনি শ্রমিকদের বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দিয়েছেন।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আটকে পড়াদের সাথে যোগাযোগ করতে পারেনি। কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করেছে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =