আটটি গান নিয়ে মিশ্র অ্যালবাম প্রকাশ

আজব রেকর্ডস প্রকাশ করলো আট গানের একটি মিশ্র অ্যালবাম। নাম ‘ইচ্ছে আমার’। ২৯ জুলাই রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন মিশ্র অ্যালবামের রাজা গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ।

কেতন শেখের লেখা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। এই অ্যালবামে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, ফাহমিদা নবী, এলিটা করিম, জয় শাহরিয়ার, কোনাল, রন্টি, অবন্তী সিঁথি ও রেহান রাসুল। গতকাল সিডি অ্যালবামের মোড়ক উন্মোচনের পাশাপাশি ডিজিটালি সব স্ট্রিমিং সাইটেও প্রকাশ পায়।

এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘খুব ভালো লাগলো একটি পুরো অ্যালবামের আয়োজন দেখে। একসাথে আটজন শিল্পীর গান শোনার আনন্দই আলাদা। আমি এই অ্যালবামের সাফল্য কামনা করি।’

জয় শাহরিয়ার বলেন, ‘সিডি বাজিয়ে গান শোনার চল এখন নেই। কিন্তু শহরে কিছু কালেক্টর আছেন যারা সিডি বা ক্যাসেট সংগ্রহ করেন। তাদের জন্যই সিডিতে অ্যালবাম প্রকাশের আয়োজন। দেশ-বিদেশের সব স্ট্রিমিং প্ল্যাটফর্মেও অ্যালবামটি শোনা যাবে।’

‘ইচ্ছে আমার’ নিয়ে কেতন শেখ বলেন, ‘আমার কথা ও সুরে এটাই প্রথম মিশ্র অ্যালবাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

৯০ দশকের প্রায় পুরোটাজুড়ে অডিও ইন্ডাস্ট্রি শাসন করেছিলো মিশ্র অ্যালবাম। কারণ, একটি অ্যালবামেই মিলতো বেশ ক’জন প্রিয় শিল্পীর কণ্ঠ। বলা হয়ে থাকে এই মিশ্র অ্যালবাম তৈরির রাজা ছিলেন প্রিন্স মাহমুদ। কারণ, সর্বোচ্চ জনপ্রিয়তা পাওয়া মিশ্র অ্যালবামগুলোর জনক ছিলেন তিনি। সেই চর্চা অতীত হয়েছে এরমধ্যে। চলছে ইউটিউবে একক গান প্রকাশের সংস্কৃতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + fifteen =