আট শিল্পীর গানের অ্যালবাম ‘ইচ্ছে আমার’

ইউটিউবের কারণে সিডি আকারে গানের অ্যালবাম প্রকাশ প্রায় হারিয়ে গেছে। এখন গান প্রকাশ পায় ইউটিউবে সিঙ্গেল ট্র্যাক হিসেবে। সঙ্গে থাকে গানের ভিডিও। সিডি আকারে অ্যালবাম প্রকাশ যখন স্মৃতি হয়ে যাচ্ছে, ঠিক সে সময় আজব রেকর্ডস সিডিতেই প্রকাশ করল আট শিল্পীর মিশ্র অ্যালবাম ‘ইচ্ছে আমার’। অ্যালবামে রয়েছে মোট আটটি গান। কণ্ঠ দিয়েছেন আটজন।

শিল্পীরা হলেন ভারতের নচিকেতা চক্রবর্তী, বাংলাদেশের ফাহমিদা নবী, এলিটা করিম, জয় শাহরিয়ার, কোনাল, রন্টি, অবন্তী সিঁথি ও রেহান রাসুল। অ্যালবামটি সিডি আকারে প্রকাশের পাশাপাশি ডিজিটালি সব স্ট্রিমিং সাইটেও প্রকাশ করা হয়েছে।

গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সুরকার ও গীতিকবি প্রিন্স মাহমুদ। কেতন শেখের লেখা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।

ইচ্ছে আমার অ্যালবাম নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘খুব ভালো লাগল একটি পুরো অ্যালবামের আয়োজন দেখে। একসঙ্গে আটজন শিল্পীর গান শোনার আনন্দই আলাদা। অনেক দিন হয়ে গেল একসঙ্গে আট শিল্পীর গানের অ্যালবাম বের হয় না। অ্যালবামটি আমাদের পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেল। আমি অ্যালবামের সাফল্য কামনা করছি।’

জয় শাহরিয়ার বলেন, ‘সিডি বাজিয়ে গান শোনার চল এখন নেই। কিন্তু শহরে কিছু কালেক্টর আছেন যাঁরা সিডি বা ক্যাসেট সংগ্রহ করেন। তাঁদের জন্যই সিডিতে অ্যালবাম প্রকাশের আয়োজন। পাশাপাশি দেশ-বিদেশের সব স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানগুলো শোনা যাবে।’

কেতন শেখ বলেন, ‘আমার কথা ও সুরে এটাই প্রথম মিশ্র অ্যালবাম। অনেক যত্ন নিয়ে অ্যালবামের গানগুলো তৈরি করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের এই কষ্ট সার্থক হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =