মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোনাজলের কাব্য’ জিতেছে দুটি পুরস্কার; সেরা পরিচালক হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সেরা চিত্রগ্রাহক চানানুন চতরুংগ্রোজ। অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছে আজমেরী হক বাঁধন, এর আগে তিনি পান অ্যাপসা পুরস্কার।বুধবার জানা যায়, দুই ছবির তিন কুশলী কানাডায় অনুষ্ঠিত মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এমআইএসএএফএফ) পেয়েছে সেরার পুরস্কার।
রেহানা মরিয়ম নূর ও নোনাজলের কাব্য। কাছাকাছি সময়ে দেশে মুক্তি পাওয়া আলোচিত দুই ছবি। আন্তর্জাতিক অঙ্গনেও তাদের অর্জন নয়। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম অফিশিয়াল এন্ট্রি হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা’ ইতিহাসে স্থান করে নিয়েছে।
বর্তমানে দেশের একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘নোনাজলের কাব্য’। এ ছাড়া ১০ থেকে ১৫ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’।
দেশ রূপান্তর