আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন ফারজানা হক পিংকিং। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।

ফারজানার সেঞ্চুরিতে ভর করে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৭টি চারের সহায়তায় ১৬০ বল খেলে নিজের ইনিংসটি সাজান ফারজানা। ফারজানার আগের সর্বোচ্চ রান ছিলো ৭১। এর আগে বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৪০ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা আনে ভারত।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =