হাসপাতালে ভর্তি রয়েছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আফজাল হোসেনের পরিবারের তথ্য অনুযায়ী, দুপুরের পর থেকে তার শরীরের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। আপাতত শঙ্কামুক্ত তিনি। গতরাতে তাকে কেবিনে নেওয়া হয়েছে। আগামী দুএক দিনের মধ্যে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
জানা গেছে, কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতালে ভর্তির পর তার হার্ট অ্যাটাকও হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আফজাল হোসেন ভালো আছেন। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয় গতকাল (৫ সেপ্টেম্বর) রাতেই। এরপর আস্তে আস্তে শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়।