আবারও অ্যাকশন সিনেমায় শাহরুখ

বিরতি ভেঙে ‘পাঠান’ সিনেমায় মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ খবর তার ভক্তদের ভালো করেই জানা। নতুন খবর হলো ‘পাঠান’-এর রেশ থাকতে থাকতেই নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন শাহরুখ।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পুরোপুরি অ্যাকশন নির্ভর। এটি নির্মাণ করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের পুণে এলাকায় শুটিং চলছে। সেখানে শাহরুখ খানসহ অন্যান্য শিল্পী-কলাকুশলীরা যোগ দিয়েছেন। টানা দশ দিন শুটিং চলবে সেখানে।

জানা গেছে, সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন। যেখানে দ্বৈত চরিত্রে হাজির হবেন তিনি। তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। শুটিং ইউনিটে যোগ দিয়েছেন তিনিও। এছাড়া সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার ও সানিয়া মালহোত্রাকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন আরেক দক্ষিণী নায়িকা প্রিয়মণি।

এদিকে, শিগগিরই নির্মাতা রাজকুমার হিরানির নতুন সিনেমায়ও শাহরুখকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এর বাইরে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় বিশেষ চরিত্রে হাজির হবেন কিং খান।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − four =