আবারও দুর্ঘটনা ঘটাল টেসলা, পুলিশের গাড়িতে ধাক্কা

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়েছে ২০১৯ সালের টেসলা মডেল ৩। চালকের দাবি, অটোপাইলটে চলছিলো গাড়ি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডোতে ঘটেছে দুর্ঘটনা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিএনবিসি জানিয়েছে, এ নিয়ে এখনও তদন্ত শেষ হয়নি। আদৌ টেসলা অটোপাইলটের কারণে ঘটনাটি ঘটেছে কি না তা-ও জানা যায়নি।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল (এফএইচপি) -এর এক বিবৃতি অনুসারে, দুর্ঘটনার সময় ওরল্যান্ডো ইন্টারস্টেট ৪ মহাসড়কের পাশে বিকল হয়ে পড়েছিলো একটি মার্সেডিজ জিএলকে ৩৫০। ওই গাড়ির চালককে সহযোগিতা করার জন্য বাইরে বের হয়েছিলেন এক হাইওয়ে ট্রুপার। ঠিক ওই সময়েই তার ‘২০১৮ ডজ চার্জার’ গাড়িতে ধাক্কা দিয়ে বসে টেসলা মডেল ৩।

টেসলার সামনের ডান পাশের অংশটি আঘাত হানে পুলিশের গাড়ির ডান পাশের অংশে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিকল হয়ে যাওয়া মার্সেডিজ  সাভ।

পুলিশ দুর্ঘটনার ব্যাপারে টেসলা এবং যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’–কে অবহিত করেছে বলে জানিয়েছে সিএনবিসি।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টেসলা। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ‘উন্নত চালনা সহায়তা প্রক্রিয়া’ নিয়ে ফেডারেল তদন্ত চলছে বর্তমানে। ঠিক এরকম একটি সময়ে এলো নতুন দুর্ঘটনার খবর।

‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ কিছুদিন আগেই টেসলার অটোপাইলট ফিচার নিয়ে তদন্ত শুরু করেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে টেসলার ‘স্বচালিত’ গাড়ির ধাক্কা দেওয়ার প্রথম ঘটনাও নয় এটি।

বেশ কয়েকটি সংঘর্ষের সময় টেসলার ‘অটোপাইলট’ সিস্টেম ব্যবহৃত হচ্ছিল, এমনটা জানার পরই ওই তদন্তে হাত দিয়েছে সংস্থাটি। গত কয়েক বছরে টেসলা দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭ জন, মারা গেছেন একজন।

অন্যদিকে, টেসলার অটোপাইলট ও পরিপূর্ণ স্ব-চালনা সক্ষমতার দাবি তদন্ত করে দেখতে ফেডারেল ট্রেড কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এবং এড মার্কি ।

বর্তমানে নিজেদের নতুন মডেলের সব গাড়িতে ‘অটোপাইলট’ ফিচারটি দিচ্ছে টেসলা। এটি বাদেও ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) নামে ‘প্রিমিয়াম ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম’ বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে এফএসডি -এর এককালীন দাম পড়ে দশ হাজার ডলার, আবার চাইলে প্রতি মাসে ১৯৯ ডলারের বিনিময়েও এর সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ রয়েছে।

অটোপাইলট এবং এফএসডি – দুটোতেই চালককে হুইলের পেছনে সতর্ক থাকতে হয়। এর কোনোটিই এখনও টেসলা গাড়িকে প্রকৃত অর্থে স্বচালিত করে তোলেনি।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =