আবারো মুগ্ধতা ছড়ালেন তিন্নি

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি গত বছর প্লে-ব্যাক সম্রাট অ্যাণ্ড্রু কিশোরের মৃত্যু বার্ষিকী’তে প্রথম গ্লোবাল-টিভির সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন। বিরতির পর তিনি আবারো গত রবিবার রাতে একই চ্যানেলের লাইভ শো’তে সঙ্গীত পরিবেশন করনে তিন্নি।

এককভাবে যেসব গান গেয়ে তিন্নি শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন সে গানগুলো হলো ‘নিদয়া নিঠুর তুমি’, ‘বন্দে মায়া লাগাইসে’, ‘ দেওরা’, ‘ রঙ্গের দুনিয়া’,‘পরাণ বন্ধুরে ভালোবাইসা তোর মন পাইলাম না রে’, ‘ রসিক আমার মন বান্ধিয়া’, ‘বন্ধুরে কই পাবো সখী গো’। এরমধ্যে ‘নিদয়া নিঠুর তুমি’ গানটি তিন্নির মৌলিক গান। গানটি ২০১৮ সালে জিএম সাউণ্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির গীতিকার অধ্যাপক ড. শিরীন বেগ, সুর সঙ্গীত করেছিলেন জি এম রহমান রনী।  এছাড়াও সরাসরি গানের এই অনুষ্ঠানে দ্বৈত কন্ঠে তিন্নি গেয়েছিলেন ‘ইন্দুবালা’,‘ বন্ধু তোর লাইগারে’,‘ দিলো না দিলোনা’,‘ কইলজার ভিতর’।

তিন্নি বলেন,‘ এর আগে শ্রদ্ধেয় অ্যাণ্ড্রু কিশোর স্যারের মৃত্যু বার্ষিকী’তে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একই চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে স্যারের গাওয়া বিখ্যাত গানগুলোর কিছু গান পরিবেশন করেছিলাম। অনেকদিন পর একই চ্যানেলে আবারো গাইবার সুযোগ হলো। অনুষ্ঠানের প্রযোজক’সহ চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেইসাথে দর্শকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তারা সরাসরি অনুষ্ঠানে গান শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাদের ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আগামীতে সরাসরি গানের অনুষ্ঠানে আরো সচেতন থেকে গান গাইবার চেষ্টা থাকবে, যেন আরো ভালো হয়।’ এদিকে আগামী ১৫ জুলাই তিন্নি জিটিভি’র গেম শো ‘আজকের অনন্যা’তে অংশ নিবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − three =