আবার পাঁচশর বেশি করোনা রোগী শনাক্ত

দেশে এক দিনে আরও ৫৯৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ১১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৪৮১ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল। তার আগে দিন ৪১৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

শনিবারই ৫ মাস পর শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে নেমে এসেছিল। দুদিন পর আবার তার পাঁচশ ছাড়াল। রোববার মোট ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সোমবার তা কিছুটা কমেছে। যে ১১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের মধ্যে ৯ জনই নারী।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪৫৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের চার ভাগের তিন ভাগ।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − six =