আবার বিয়ে করলেন জেনিফার লোপেজ

কয়েক বছর জমিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার (১৬ জুলাই) আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। খবরটি নিজেই জানিয়েছেন জেনিফার লোপেজ।

রোববার বিকেলে নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ভালবাসা সুন্দর। বিশ বছরের ধৈর্যের ফল পেয়েছি।’

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক তাদের প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার ও বেনের। ২০০৩ সালে বাগদান করেছিলেন, বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার পরও সম্পর্ক ভেঙে ফেলেন তারা দুজন।

এই ১৯ বছরে জেনিফার লোপেজ বেশ কয়েকবার বাগদান করেছেন। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেখানে তাদের দুটি সন্তানও রয়েছে। বেনের সাথে জেনিফারের এটি চতুর্থ বিয়ে।

এদিকে বেন ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন। তাদের একসাথে ৩টি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 4 =