গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘তাদের দুই জনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে। তারা কথা বলছেন। গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন।’
ড. সামন্ত লাল সেন বলেন, ‘তাদের দুজনের শরীরেই শনিবার ড্রেসিং করা হয়েছে। দুপুর ২টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনে তাদের একটু আলাদা করে রাখা হয়েছে। তবে তাদের আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’
চিকিৎসকরা জানান, পরিবারের সদস্য ছাড়া কোনও ভিজিটর বা গণমাধ্যমের কাউকেই তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় এখনও আসেননি তারা। তাদের কেবিনের বাইরে আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছে।
বাংলা ট্রিবিউন