‘আমার চাওয়াটাকে সম্মান দেওয়া উচিত’

জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি।

বলিপাড়ায় অনেকদিন থেকেই গুঞ্জন, প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় অভিনেত্রী কারিনা কাপুরকে সীতা চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই অভিনেত্রী চরিত্রটির জন্য ১২ কোটি রুপি চেয়েছেন। কিন্তু সাধারণত প্রতি সিনেমার জন্য ৬-৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এ নিয়ে চলছে বিতর্ক। হিন্দু দেব-দেবীর প্রতি কারিনার কোনো ভক্তি নেই, সীতা চরিত্রে অভিনয়ের জন্য চড়া পারিশ্রমিক চেয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছেন বলে বিদ্রূপ করেছেন কেউ কেউ। তাকে বয়কটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।

এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘কয়েক বছর আগেও নারী ও পুরুষের সমান পারিশ্রমিকের বিষয়ে কেউ কোনো কথা বলতো না। তবে এখন অনেকেই এই বিষয়ে সোচ্চার হচ্ছেন। কী চাই সেই বিষয়টি পরিষ্কার করেছি এবং আমি মনে করি, আমার চাওয়াটাকে সম্মান দেওয়া উচিত। এটি কোনো দাবি নয়, নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’

কারিনা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া খুব শিগগির প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন কারিনা।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 1 =