ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের জন্মদিন আজ। তবে বিশেষ এই দিনটিতে কোনো বিশেষ আয়োজন নেই এই চিত্রনায়কের।
পরিবারের সদস্যদের নিয়ে গতকাল থেকেই জন্মদিনের ঘরোয়া আয়োজন পালন করছেন। সেই ধারাবাহিকতায় আজ এবং কালও নিজের বাসাতেই ছোট পরিসরে নিজেদের মধ্যে আনন্দঘন সময় কাটাচ্ছেন আমিন খান।
জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব না থাকলে বড় পরিসরে মিডিয়ার কাছের মানুষদের নিয়ে বেশ ঘটা করে এবারের জন্মদিন উদযাপনের ইচ্ছে ছিল। তবে একবারেই পরিবারের সদস্যদের নিয়েই শুধু দিনটি অতিক্রম করছি। অনুষ্ঠান না থাকলেও আত্মীয়-স্বজন, বন্ধু’ বান্ধব থেকে শুরু করে মিডিয়ার অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। বেশ ভালো লাগছে। সবার জন্য আমিও দোয়া করছি, আমরা যেন এই কঠিন সময়ে সুস্থ ও নিরাপদভাবে দিনযাপন করতে পারি।’
এই চিত্রনায়ক করোনার কারণেই অনেকদিন থেকে অভিনয়ে অনুপস্থিত। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ নামের একটি ছবিতে করোনাকালের আগে অভিনয় করেছিলেন। ছবিটি সম্প্রতি সেন্সরে জমা পড়ছে।
এছাড়া আমিন খান একটি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরী করছেন দীর্ঘ সময় ধরেই।