চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী পীরজাদা হারুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে হেরে যাওয়া চিত্রনায়িকা নিপুণ।
রোববার (৩০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে চিত্রনায়িকা নিপুণ বলেন, ভোটের দিন সকাল বেলা পীরজাদা হারুন ভাই আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছিলেন। যখন আমাকে কথাটা বলেছিলেন; আমাদের নারী প্রার্থী শাহনুর ও জেসমিন সেখানে ছিল। আমার উচিত ছিল ওই সময় চড় দিয়ে ভোট বর্জন করা।
তবে, নিপুণের অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। পীরজাদা হারুন বলেন, এমনটি প্রশ্নেই আসে না। নিপুণ আমার ভাগ্নীর মতো। দিনে-দুপুরে এটা কি করে সম্ভব। সে এসব অসত্য বলেছে। আমি নিপুণকে চুমু খেতে চাইতেই পারি না। আর এটা হতেও পারে না।
পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং নিপুণের এমন অভিযোগের বিষয়ে পীরজাদা হারুন বলেন, নির্বাচন ফেয়ার হয়েছে। নির্বাচনের দিন ওই প্যানেলের রিয়াজ নিজেই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোন রকম কারচুপি হচ্ছে না। এখন এসব অভিযোগ কেন আনা হচ্ছে বুঝতে পারছি না।
বার্তা২৪