আম্পায়ারিং করতে দেশের বাইরে যাচ্ছেন জেসি

দেশে নারী আম্পায়ারের যাত্রা শুরু সাথিরা জাকির জেসির হাত ধরে। গত বছর বিসিবির স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে আম্পায়ারিং করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। সেই থেকে শুরু। এবার জেসির ডাক এলো ভারতের দিল্লি থেকে। এর আগে ধারাভাষ্য দিতে ভারতে গেছেন জেসি। তবে আম্পায়ারিং করতে এবারই প্রথম। তাই বাড়তি উচ্ছ্বাস তার চোখেমুখে। খবর চ্যানেল আই অনলাইনের

দিল্লিগামী বিমানে চড়ার আগে ফেসবুক পোস্টে জেসি জানান, চন্ডিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও চন্ডিগড় পুলিশের আয়োজনে শুরু হতে যাওয়া একটি টুর্নামেন্টে আম্পায়ারিং করতে যাওয়ার কথা।

২০০৯ সালে ক্রিকেট আম্পায়ারিং কোর্স করেন জেসি। এক যুগ পর ২০২২ সালে প্রথমবার ম্যাচে দায়িত্ব পালন করেন সেই স্বীকৃতি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে নাম লেখান সাথিরা জাকির জেসি। ওই ম্যাচে তার সতীর্থ ছিলেন ডলি রানী সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − three =