আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন মাহবুব হোসেন

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে  আরও এক বছর দায়িত্ব পালন করবেন মো. মাহবুব হোসেন। চাকরির মেয়াদ শেষ হতে যাওয়ায় তাকে চুক্তিতে এ পদে রেখে দিচ্ছে সরকার। তার অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৪ অক্টোবর বা যোগ দেওয়ার তারিখ থেকে নিয়োগ দিয়ে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মাহবুব হোসেনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১৩ অক্টোবর থেকে তাকে অবসরে পাঠিয়ে মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় এদিন থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।

গত ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন মাহবুব হোসেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে ছিলেন।

অষ্টম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =