আরমান খানের কণ্ঠে আষাঢ়ের গান

মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’, বিপ্লবের ‘চান্দের বাতির কসম দিয়া’, হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ জনপ্রিয় অনেক গানের সুরকার আরমান খান। একটা সময় তাঁর মনে হলো গান হয়ে উঠছে কণ্ঠশিল্পীনির্ভর। সুরকার, গীতিকার ও মিউজিশিয়ানরা তাঁদের প্রাপ্য সম্মান থেকে হচ্ছেন বঞ্চিত। তাই সুরকার আলম খানের এই পুত্র অভিমান করে গান থেকে সরিয়ে নেন নিজেকে। সেটা ২০১১ সালের কথা।

কিন্তু রক্তে যাঁর সুরের নেশা, কত দিন আর অভিমানে মুখ লুকাবেন তিনি? অবসরে তাই আবারও মেতে উঠলেন গানে। ১০ বছর পর ২০২১ সালে গানে ফেরেন ‘বন্ধু’ শিরোনামের গান দিয়ে। এ বছর চাচা আজম খানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে গাইলেন আজম খানের গান। এবার বর্ষায় তিনি নিয়ে এলেন ‘মেঘলা দিনের গান’। মূলত বর্ষাকে বরণ করে নিতেই আরমান খানের এই গান। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর তিনি বলেছেন, ‘প্রিয় আষাঢ় মাসকে বরণ করার লক্ষ্যেই গানটি তৈরি ও প্রকাশ করা। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

ওয়াহিদ পলাশের কথায় গানটির সুর ও সংগীত করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরমান খান। গানের ভিডিও বানিয়েছেন নিয়াজ মাহমুদ। গল্পনির্ভর এই ভিডিওতে আরমান খানের সঙ্গে মডেল হয়েছেন মাবিয়া রিয়া।

আরমান জানিয়েছেন প্রকাশের পর থেকে গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মাত্রই প্রকাশ হলো। আসল ফিডব্যাক পেতে হলে আরেকটু সময় লাগবে। বৃষ্টি নিয়ে কখনো গান করা হয়নি আমার। অথচ বৃষ্টি আমার ভীষণ প্রিয়। গানটি অনেকটা বৃষ্টির সুরেই গাঁথা, খুবই সফট মেলোডি ধাঁচের।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × four =