আরিয়ানের সিনেমায় সিয়াম

বছর দুয়েক আগে সিনেমা বানানোর কথা জানিয়েছিলেন ছোট পর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। শোনা গিয়েছিল, শাকিব খানকে নিয়ে বড় পর্দায় অভিষেক হবে তাঁর। পরে গুঞ্জন ছড়ায়, শাকিব নন, আরিয়ানের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। তবে সেই খবরের সত্যতা স্বীকার করেননি নির্মাতা কিংবা অভিনেতা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হচ্ছে। জানা গেল, সিয়ামকে নিয়েই বড় পর্দার জন্য প্রথম সিনেমা বানাবেন আরিয়ান।

রোমান্টিক নাটকের নির্মাতা হিসেবে পরিচিতি আরিয়ানের। শোনা যাচ্ছে, নিজের প্রথম সিনেমাটি প্রেমের গল্পেই নির্মাণ করবেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণার আগে সিনেমা নিয়ে কোনো কথা বলতে রাজি নন আরিয়ান। তবে এ বিষয়ে সবুজসংকেত দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নতুন এ সিনেমা নিয়ে সিয়ামের সঙ্গে যোগাযোগ করলে খুদে বার্তায় তিনি জানালেন, সিনেমাটি নিয়ে কথা হচ্ছে তাঁর সঙ্গে। সিনে

মার নাম ও নায়িকা সম্পর্কে জানতে চাইলে সিয়াম বলেন, ‘সেটা এখন সারপ্রাইজ হিসেবে থাকুক। আনুষ্ঠানিক ঘোষণার সময় সব জানা যাবে।’

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার কোনো অভিনেত্রীকে।

এর আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সিয়াম। সবশেষ গত বছর মুক্তি পেয়েছে ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্ম।

মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমা। এম রাহিমের পরিচালনায় এতে সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও দীঘি। গত ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনো মুক্তির সাহস করতে পারছেন না নির্মাতা। অপেক্ষায় আছেন ভালো সময়ের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 − 1 =