আর্বোভাইরাসের নতুন গান ‘অবাস্তব’

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস। তারা তাদের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গানের ঘোষণা দিয়েছে। গানের নাম ‘অবাস্তব’। এক মাস আগেই অ্যালবামের প্রথম গান ‘অনুভূতি’ তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়। প্রথম গানটি শ্রোতাদের কাছে সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।

তিনি বলেন, ‘গানটি আগামী সপ্তাহের রোববার মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। আমরা বেশ সময় নিয়ে গানগুলো করে থাকি। নিজেদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু হয়। রেকর্ডের পর এটি শুনে আমরা নিজেরা সন্তুষ্ট কিনা সে বিষয় আগে নিশ্চিত করি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিই। এ অ্যালবামের প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবার ভালো লাগবে।’

পরের মাসেই আর্বোভাইরাস এ অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। সে পরিকল্পনা নিয়ে শেরীফ বলেন, ‘আমাদের এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ গত মার্চে আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। এবার ‘অবাস্তব’ শিরোনামে আমাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে।’

আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আই টিউনসসহ বেশকিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’ গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।

কিছুদিন আগে একটি কনসার্টে দলটির একজন সদস্য গিটার ভেঙে সংবাদের শিরোনাম হন। তবে এবারে তারা সবকিছু পেছনে ফেলে নতুন গান উপহার দিতেই ব্যস্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =