আলমগীর কবিরকে আজীবন সম্মাননা দিচ্ছে শর্ট ফিল্ম ফোরাম

চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দিচ্ছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ পুরস্কার দেওয়া হবে। সম্মাননাটি শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে তার স্বজনের হাতে তুলে দেওয়া হবে।

এছাড়া সংগঠন সংশ্লিষ্ট যারা ‘স্বাধীনতা পুরস্কার’ এবং ‘একুশে পদক’ পেয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এই তালিকায় একুশে পদকপ্রাপ্ত হিসেবে রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ (২০১০), তারেক মাসুদ (মরণোত্তর, ২০১২), তানভীর মোকাম্মেল (২০১৭), সৈয়দ সালাউদ্দিন জাকী (২০২১) এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আলমগীর কবির (মরণোত্তর, ২০১০)।

উল্লেখ্য বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৬ সালের ২৪ আগস্ট। ইতোমধ্যে সংগঠনটির ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য যথাক্রমে মানজারে হাসীন মুরাদ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম এবং তারেক মাসুদ (মরণোত্তর)কে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + sixteen =