আলিয়া-ঐশ্বরিয়ার কান উৎসবে যাওয়া অনিশ্চিত যে কারণে

ফ্রান্সে বেছানো হয়েছে লাল গালিচা। বিশ্বের স্বনামধন্য সব তারকাদের সমাগমও বাড়তে শুরু করেছে। উদ্দেশ্য, ১০ দিন ব্যাপী চলা বিনোদন জগতের অন্যতম বৈশি্বক উৎসব কান চলচ্চিত্র উৎসব। সিনেমা জগতে বেশ গুরুত্বপুর্ণ স্থান দখল করে আছে বলিউড। তাই বলিউড তারকাদের কান উৎসবে অংশগ্রহণ নিয়েও আগ্রহের কমতি থাকে না।

চলচ্চিত্র উৎসবের প্রথমদিনই অভিনেত্রী উর্বশী রউতেলা উপস্থিত হন। গ্ল্যামার দুনিয়া অংশ হওয়ায় তারকাদের সাজপোশাক নিয়ে সকলের যেমন আগ্রহ থাকে, তেমন আলোচনাও হয়। তবে উর্বশীর সাজ দেখে প্রশংসার বদলে কটাক্ষই ধেয়ে আসে। ভক্তদের মধ্যে এখনো জল্পনা চলছে বলিউড থেকে আর কোন তারকা উপস্থিত হবেন কান উৎসবে।

তবে হয়তো এবার আশাহত হতে হবে নেটিজেনদের। আলিয়া ভাট থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন, সবারই কান উৎসবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মূলত ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিই তারকাদের অনুপস্থিতির মূল কারণ হিসেবে জানা যাচ্ছে।

২০০২ সালে কান উৎসবে প্রথমবার পদার্পণ করেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে প্রায় প্রতিবছরই লাল গালিচায় তাকে হাঁটতে দেখা যেত। এবারতার ব্যতিক্রম হবে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, আলিয়ার আগে থেকেই পরিকল্পনা ছিল কান উৎসবে যাওয়ার। তবে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদল করেন।

এক ঘনিষ্ট সূত্রের বরাতে জানা যায়,‘ ভারত সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। তবে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেই দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − ten =