তারকা ও মডেল মিথিলা ছবি পোস্ট করে আলোচনায়

তারকা ও মডেল তানজিয়া জামান মিথিলা আলোচনায় এলেন। কাজের কারণে নয়। নিজের বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। জয়ীতা আফরিনের ক্যামেরায় তোলা এই ছবিতে আবেদনময়ী হিসেবে ধরা দিয়েছেন এই আলোচিত মডেল ও অভিনেত্রী।

তার এসব ছবিতে মুগ্ধতা প্রকাশ করেছেন পরিচালক, প্রযোজক থেকে সাধারণেরা। সবুজ শাড়ির সঙ্গে মেরুন রঙের ব্লাউজে মোহময়ী হিসেবে ধরা দিয়েছেন – অন্তত নেটিজেনরা এমনটাই বলছেন। অধিকাংশই প্রশংসাময় বাক্য ব্যবহার করছেন, যার জবাবও সুন্দর করে দিচ্ছেন মিথিলা।

মিথিলাকে দেখা দিয়েছে বলিউডের সিনেমাতেও।  সর্বশেষ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও হাজির হয়েছিলেন মিথিলা। যেখানে বলিউডে নতুন আরও এক সিনেমায় অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।

তবে ক্যারিয়ারের বাইরে ব্যক্তিজীবন নিয়েও বেশি আলোচনায় থাকেন মিথিলা। নিজের বিলাসী জীবনযাপন নিয়ে প্রায় সময়েই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। অনেকেরই দাবি, এই তারকার সঙ্গে একজনের গভীর সম্পর্ক আছে। মিথিলা জানান, নিজের কাজের যে পারিশ্রমিক তা দিয়েই তিনি বিলাসী জীবনযাপন করতে পারেন। এর জন্য কোনও ‘সুগার ড্যাডি’র প্রয়োজন নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =